Berhampore Police বহরমপুরের কারবালা রোড এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ Berhampore Police Station । ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল। সঙ্গে উদ্ধার হয়েছে ২ রাউন্ড গুলিও। কেন অস্ত্র রেখেছিল ওই যুবক ? তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ MSD T20 Berhampore: বহরমপুরে সিএবির টি২০ ক্রিকেট, শুরু প্রহর গোনা
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কারাবালা রোড এলাকার শর্মাপাড়ায় হানা দেয় বহরমপুর থানার পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় রাজু সুত্রধর নামের এক যুবককে। যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সঙ্গেসঙ্গেই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে আজা









