Berhampore News ভাগীরথীতে তল্লাশি! কী ঘটল বহরমপুরের এই ঘাটে?

Published By: Imagine Desk | Published On:

Berhampore News বহরমপুরে ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। কোনরকমে প্রাণ রক্ষা তলিয়ে যাওয়া যুবকের বন্ধুর। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরের ফরাসডাঙা ঘাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐদিন সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত সন্ন্যাসীডাঙ্গা গ্রামের দুই যুবক হিরা সেখ ও তার বন্ধু রাজিবুল হোসেন বাইকে খাগড়া শ্মশান ঘাট এলাকায় আসে। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।  মদ্যপ অবস্থায় ফরাসডাঙ্গা ঘাটে স্নান করতে নেমে ঘটে যায় দুর্ঘটনা। তলিয়ে যায় হিরা সেখ। ঘটনা জানাজানি হতেই হুলস্থুল কাণ্ড বাঁধে এলাকায়।

Berhampore News বুধবার সকাল থেকে স্পিড বোট নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজে শুরু হয়  ভাগীরথীতে চিরুনি তল্লাশি। যদিও নিখোঁজের পরিবার বলছে অন্য কথা। দুর্ঘটনা নয় খুনের অভিযোগ নিখোঁজের পরিবারের।  হিরা সেখের এক আত্মীয় কালাম সেখ জানান,   এক বন্ধুর সাথে রাগারাগি ছিল।  পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে। এখনও দেহ মেলে নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।