Berhampore News রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল। বেধড়ক মারধর কর্তব্যরত স্টাফ, নিরাপত্তারক্ষীদের। ওপিডি-তে ঢুকে ভেঙে ফেলা হল যন্ত্রপাতি থেকে কম্পিউটার, চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুলকালাম কাণ্ড বহরমপুর শহরের বেসরকারি এক Eye Hospital এ। ঘটনার মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি ফুটেজে।
Berhampore News বহরমপুরের এক বেসরকারি চোখের হাসপাতালে ধুন্ধুমার
Berhampore News বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মধ্যে ছড়ায় আতঙ্ক। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরা।

Berhampore News কী অভিযোগ হাসপাতাল কর্তিপক্ষের?

আরও পড়ুন- Dog News বহরমপুরে ‘নো ডগ, নো ভোট” স্লোগান তুলে মিছিল
Berhampore News হাসপাতালের ম্যানেজার শর্মিষ্ঠা দত্ত ব্যানার্জী বলেন, হঠাৎ করে ২৫-৩০ জন যুবক ঢুকে পড়ে। কোন কথা শুনতে চায়না। কোন এক রোগীর চোখের পাওয়ারের সমস্যা হয়েছে বলে উল্টোপাল্টা কথা বলে। বিভিন্ন ওপিডিতে ঢুকে পড়ে। যখন তাদের বলা হয় যে এইভাবে তো প্রসেস নয়, দয়া করে একটা প্রসেসে আসুন। রোগীর যদি কোন সমস্যা থাকে তাহলে তাঁকে নিয়ে এসে, বা বাড়ির লোক এসে কথা বলুন চিকিৎসকের সাথে। প্রেস্ক্রিকশন নিয়ে আসছি বলে প্রথমে তারা চলে যায়, কিছুক্ষন পরে সদলবলে ঢুকে মারধর করে সিকিউরিটি, স্টাফ, ওপিডি রুমে সিস্টেম ভাঙচুর করা হল। রোগীর কোন পরিচয় দেয় নি, কোন প্রেসক্রিপশনও দেখায় নি।
Berhampore News হাসপাতালে তাণ্ডব! উঠছে নিরাপত্তার প্রশ্ন
Berhampore News হাসপাতালের তরফে খবর দেওয়া হয় বহরমপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। কথা বলা হয় হাসপাতাল কর্মীদের সাথে। হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনেদের সাথেও কথা বলে পুলিশ। কেন এই হামলা – খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হাসপাতালের মধ্যে ফের এই ধরনের ঘটনায় উঠছে নিরাপত্তার প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি উঠছে।
Berhampore News পাল্টা চিকিৎসায় গাফিলতির অভিযোগ-
Berhampore News যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে রোগীর পরিবার। গৌতম হালদার বলেন, ” ভুল চিকিৎসা হয়েছে তাঁর মেয়ের। ন মাস আগে ১৩ বছরের মেয়ের চোখের চিকিৎসায় হাসপাতালে দেখাই। চশমা ব্যবহারের পর চোখের সমস্যা আরও বেড়ে যায়। রিপোর্ট দেখাতে আজকে এসেছিলাম। দুর্ব্যবহার করে কর্মীরা। রিপোর্ট ছিঁড়ে দেওয়া হয়। সাথে থাকা আত্মীয়দের বচসা হয় কর্মীদের সাথে। হাতাহাতি হয়, মারধর করা হয়।”
Berhampore News হাসপাতালে গণ্ডগোলের ঘটনার অভিযোগে বহরমপুর থানার পুলিশ গৌতম হালদার , তাঁর বন্ধু কৈলাশ দাসকে আটক করেছে।















