এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের Migrant Worker দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শিবির

Published on: June 19, 2025
Berhampore News

Berhampore News মুর্শিদাবাদ জেলা। যে জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ১০ লাখ। ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে ছুটে যান শ্রমিকরা। সেই শ্রমিকদের উন্নতিতে, অগ্রগতিতে বহরমপুরে শ্রমিক ভবনে হয়েছে প্রশিক্ষন কেন্দ্র। যেখানে হাতে কলমে কাজ শেখানো, বিভিন্ন বিষয়ে সচেতন করার প্রয়াস। এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হল বহরমপুরে। তিনদিনের প্রশিক্ষন শিবির হল উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্দ্যেশ্যে। মুর্শিদাবাদ লেবার কমিশনারেটের সহযোগিতায় ও ডিসট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিচালনায় বহরমপুরে শ্রমিক ভবনে হয় এই প্রশিক্ষন শিবির। কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া হল শিবিরে?

Berhampore News ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর ডঃ সুকান্ত সাহা বলেন, ‘জেলা প্রশাসনের তিন, চারটে দপ্তর একত্রিত হয়ে রাজ্যের মধ্যে প্রথম পরিযায়ী শ্রমিকদের শর্টটার্ম প্রশিক্ষন দেওয়া হল। প্রশিক্ষন দিতে গিয়ে কী কী সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে সেটা দেখা হয়।  তিনদিনের প্রশিক্ষন শিবির সফলভাবে সম্পন্ন হল। রাজ্য থেকে প্রতিনিধিরা আসেন। প্রশ্নত্তর পর্বও হয়। আইনগত বিষয়, ভাষাগত বিষয়, পারিশ্রমিক পাওয়ার বিষয়গুলি তিনদিনের শিবিরে বিশেষ ভাবে উঠে এসেছে। ‘ আরও বলেন, ‘ রাজ্য সরকার যেহেতু পরিযায়ী শ্রমিকদের বিশেষ ভাবে নজর দিচ্ছে, দপ্তর, আলাদ বিভাগ তৈরি করে নজর দিচ্ছে, জেলাস্তরেও সেই কাজটি হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ট্র্যাক করে , বাড়িতে এলে যোগাযোগ করে ওই সময়কালের মধ্যেই দক্ষতা বৃদ্ধি করানোর চেষ্টা চলছে।

Berhampore News শিবিরে এসে কী বললেন পরিযায়ী শ্রমিকরা?

Berhampore News প্রশিক্ষন শিবিরে অংশ নেওয়া এক পরিযায়ী শ্রমিক রুহুল আমিন জানান,  শিবিরে এসে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। ভাষাগত সমস্যা থাকে, কাজের ধরণ বোঝা- নানান সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে অনেক কিছুই শেখা হয়েছে। হাতে কলমে প্রশিক্ষন আগামী দিনে কাজের ক্ষেত্রে লাভজনক হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now