Berhampore News দ্রুত চাকরি ফেরানোর দাবী SSC যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের

Published By: Imagine Desk | Published On:

Berhampore News ফের শহর বহরমপুরের পথে প্রতিবাদ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। বুধবার বিকেলে টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হয়ে সেখান থেকেই মিছিল শুরু করে যোগ্য শিক্ষক- শিক্ষিকা অধিকার মঞ্চ। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।  চোখে মুখে একরাশ হতাশা নিয়ে প্রতিবাদের গর্জন শহরের রাস্তায়। চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশের পর থেকেই কার্যত দিশেহারা  যোগ্য চাকরিহারাদের আন্দোলন চলছে দিকে দিকে।

Berhampore News চাকরিহারা এক শিক্ষক শোয়েব কবির জানান, যেহেতু অযোগ্য প্রমাণিত হয়নি। আইনি ভাবে যোগ্য শিক্ষকদের যোগ্যতার সার্টিফিকেট দিক, যোগ্যদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে দাবী জানাক, চাকরিতে পুনর্বহাল করুক।

Berhampore News এদিনের মিছিলে যোগ্য চাকরিহারারা প্রশ্ন তোলেন- একজন মানুষ জীবনে কতবার তার যোগ্যতার প্রমাণ দেবে? বিকাশ ভবন অভিযান থেকে অর্ধনগ্ন আন্দোলনে শিক্ষকদের উপর আক্রমনের প্রতিবাদ নিয়েও সরব হন প্রত্যেকে। এদিন পথসভা হয়, মিছিল হয়। ন্যায্য বিচার না হওয়া অবধি জেলা জুড়ে ব্লকে ব্লকে, রাজ্য ছাড়িয়ে দিল্লি অবধি আন্দোলন গড়াবে বলেই জানান যোগ্য চাকরিহারারা। চাকরিহারাদের প্রশ্ন, যদি শিক্ষাই ভেঙে যায় তাহলে সমাজ কীভাবে চলবে? শিক্ষায় বেসরকারিকরণ নয়, শিক্ষা বাঁচাতে মধ্যবিত্তের সন্তানদের পড়ার সুযোগ করে দেওয়ার দাবী নিয়েও সোচ্চার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।