Berhampore News ঝোপের মধ্যে পড়ে একি! যা দেখে চাঞ্চল্য এলাকায়

Published By: Imagine Desk | Published On:

Berhampore News  বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর হল্ট গেটের পাশে একটি মাঠে ঝোপের মধ্যে পড়ে একি! দুর্গন্ধ ছড়াতেই কাছে গিয়ে দেখেন এলাকার কয়েকজন। তারপরেই সামনে আসে আসল ঘটনা। দেখা যায় পচা গলা দেহ পড়ে আছে ঝোপের মধ্যে। দেহ জুড়ে পোকার বাসা। যা দেখে চাঞ্চল্য ছড়ায়  এলাকায়।  ভিড় করেন বহু মানুষ। তড়িঘড়ি বহরমপুর থানায় খবর দেওয়া হয়। বহরমপুর থানার পুলিশ  ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। কে ঐ ব্যক্তি? পরিচয় কী? কীভাবে মৃত্যু? ধোঁয়াশায় এলাকাবাসীরা। স্থানীয়দের দাবী, মৃত ব্যক্তি ঐ এলাকার বাসিন্দা নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।