Berhampore News চুরির গল্প ফেঁদেও হয়নি শেষ রক্ষা। নিজের মায়ের ১ কোটির গয়না লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় গৃহবধূকে। বহরমপুরের গয়না চুরির নাটকীয় ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, ১৬ অক্টোবর বহরমপুর থানার পক্ষ থেকে বহরমপুরেরই বাসিন্দা গায়েত্রী বোস নামে ঐ মহিলাকে গ্রেফতার করে বহরমপুর আদালতে পাঠানো হয়। যদিও জামিন হয় তাঁর।
Berhampore News গ্রেফতারের পরেই জামিন! সরকারি আইনজীবী কী জানালেন?
Berhampore News বহরমপুর কোর্টের এপিপি Additional Public Prosecutor সিদ্ধার্থ গুপ্ত জানান, নিজেই নিজের গয়না নিজের ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিলেন। লুকিয়ে রেখে নিজে মিথ্যা করে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনায় পুলিশ একটা সুয়োমোটো কেস স্টার্ট করেছিল। তাতে আজকে আদালত তাঁকে জামিন দিয়েছে। পুলিশকে ভুল পথে পরিচালনা করার জন্য তদন্তের যে অভিযোগ করেছিল তাতে আদালত জামিন দিয়েছে। আজকে তাঁর বাবা, মা আদালতে হাজির ছিল। মা জানিয়েছেন তাঁর গয়না তিনি মেয়েকে রাখতে দিয়েছিলেন। পুলিশ যে সুয়োমোটো কেস করেছিল সেই কেসে জামিন হয়েছে।

Berhampore News- অভিযুক্তের আইনজীবী কী জানালেন?
Berhampore News- অভিযুক্তের আইনজীবী রুদ্রনীল ঘোষাল জানান, গায়েত্রী দেবীকে কোর্টে তোলা হয়। এই কেসে জামিনের আবেদন করি। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন সৈয়দ দিলওয়ার হোসেন ওনার কোর্টে জামিনের শুনানি হয়। তারপরে কোর্ট ওনাকে জামিনের মুক্তির আদেশ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে যা অভিযোগ তাতে উনি নিজেই সোনা আত্মস্যাত করে একটি মিথ্যা অভিযোগ করেছিলেন। পুলিশের অভিযোগ এটাই। কেসটাও সেভাবেই ওনাকে ফরোয়ার্ড করা হয়েছে। আমাদের বক্তব্য ছিল যেহেতু এই নিয়ে একটা আলাদা কেস স্টার্ট হয়ে আছে বহরমপুর থানায়, চুরির কেস স্টার্ট হয়েছে। আজকে যে কেসটায় ওনাকে ফরোয়ার্ড করা হয়েছে মাদার কেস ওইটাই। সুয়োমোটো কমপ্লেন করেছে পুলিশ। যেহেতু চুরির ধারায় মামলা হয়ে রয়েছে সেহেতু বাকি ধারার মামলাগুলো জামিন যোগ্য। এটা বক্তব্য ছিল।
Berhampore Case বহরমপুরে ১ কোটির সোনা নিয়ে বধূর নাটক ! পুলিস করল ফাঁস
Berhampore News কী অভিযোগ ছিল?
Berhampore News বহরমপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় , ৩ অক্টোবর গায়ত্রী বোস বহরমপুর থানায় একটি অভিযোগ করেছিলেন যে একজন টোটো চালক দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সহযোগিতায় তাঁকে মুখে স্প্রে দিয়ে তাঁর কাছে থাকা প্রচুর পরিমাণে সোনা ছিনতাই করে পালায়। পরবর্তীকালে তদন্ত চালিয়ে জানা যায় যে মহিলাটি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং তিনি নিজেই তাঁর মায়ের গয়না চুরি করে নিজের কাছে রেখেছিলেন। সেই গয়নার ভাগ দিতে যাতে না হয়। সেই কারণেই এই ফাঁদ ফেদেছিলেন বলেই পুলিশের দাবি। গায়ত্রী বোসের ফ্ল্যাট থেকে বহরমপুর থানার পুলিশ 960 গ্রাম সোনার গয়না উদ্ধার করে। এরপরেই গ্রেফতার করা হয় বধূকে।
Berhampore News বহরমপুরে যা নিয়ে ঘুরছিল ২ যুবক ! তাজ্জব পুলিস
Berhampore News বহরমপুর থানায় সাংবাদিক বৈঠকে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী Shri Susanta Rajbanshi ৫ অক্টোবর জানিয়েছিলেন , “গত ৩রা অক্টোবর গোরাবাজারের বাসিন্দা গায়েত্রী বোস বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লেখেন গোরাবাজারে লকার থেকে সোনার গয়না নিয়ে টোটোয় ফিরছিলেন। তার সাথে টোটোয় ছিলেন আরও দুই যাত্রী। কোর্ট চত্বরের কাছে দুই যাত্রী এবং টোটো চালক নেশা জাতীয় কিছু ছিটিয়ে দিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এফআইআর দায়ের করে সিসিটিভি দেখে তদন্ত করে ঘটনার সাথে কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি। টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই ধরনের কোন ঘটনা ঘটেনি। অভিযোগকারীকে থানায় ডাকা হলে তিনি প্রথমে আসেননি। পরে তিনি থানায় আসলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পুরো গয়না যার বাজার মুল্য এক কোটি টাকার উপর সবটাই তার মায়ের গয়না। তার ভাইদের ভাগ যাতে দিতে না হয় তাই পুলিশের কাছে ছিনতাই এর গল্প তৈরি করেছিলেন। এই ঘটনায় সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে”।









