এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News কসবা কাণ্ডের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ

Published on: April 10, 2025
Berhampore News

Berhampore News বৃহস্পতিবার বিকেলে বহরমপুরের পথে ছাত্র- যুব-শিক্ষক-অভিভাবক ও গণসংগঠনের কর্মীরা। ঝাণ্ডা হাতে স্লোগান দিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল।  DI অফিসে চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সুর চড়ান বাম গণসংগঠনের নেতা, কর্মীরা। গীর্জার মোড়ে রাস্তা অবরোধ করা হয় কয়েক মিনিট। মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে চলে বিক্ষোভ।

Berhampore News ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, ‘ গোটা রাজ্য জুড়েই ছাত্র, শিক্ষক, অভিভাবকবৃন্দের আহ্বানে বিক্ষোভ কর্মসূচী।  গতকালকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ডি আই অফিস অভিযান সংগঠিত করেছিল। কসবা থেকে মেদিনীপুর চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে শিক্ষক, শিক্ষিকাদের লাঠিপেটা করল! এ দৃষ্টান্ত এদেশের বুকে খুবই কম, আর এই রাজ্যে প্রথম! অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে। যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখতে হবে।  যারা অযোগ্য তাদের বাদ দিতে হবে। তারা কাকে টাকা দিয়েছিল? কে এই চুরিতে যুক্ত? মানুষের সামনে তার নাম আনতে হবে।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now