Berhampore News: বহরমপুরে ভাড়া বাড়িতে মধুচক্র !

Published By: Imagine Desk | Published On:

Berhampore News বহরমপুরে বাড়ি ভাড়া নিয়ে চলছিল মধুচক্রের আসর। সেই আসরের সন্ধান পেল পুলিশ।  বলরামপুরের দক্ষিণ কলোনি এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে হয়েছে ৬ যুবককে । উদ্ধার করা হয়েছে দুই মহিলাকেও । এর মধ্যে রয়েছে এক নাবালিকাও। পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে রবিবার সকালে বলরামপুরের দক্ষিণ কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চলে। সেখান দেহ  চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় ৬ যুবককে। সেখান থেকে দুই মহিলাকেও  উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে ধৃতদের মধ্যে এই যুবক কয়েক দিন আগে ঐ বাড়িটি ভাড়া নিয়েছিলেন। সেই ভাড়া বাড়িতেই চলছিল দেহ ব্যবসা। সোমবার ধৃতদের কোর্টে পাঠাবে পুলিশ।