এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News হাইকোর্টের নির্দেশে পুকুর ফেরাতে কাজ শুরু বহরমপুরে

Published on: February 28, 2025
Berhampore News

Berhampore News হাইকোর্টের নির্দেশে বহরমপুরে ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল বহরমপুর পৌরসভা। শহর বহরমপুরে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছিল বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায় । বিনা অনুমতিতে ভরাট হয়েছিল পুকুর। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়। আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারি মাসের ১৬ তারিখ  পোরসভা, ব্লক ভূমি সংস্কার দফতর,  অভিযুক্ত ও অভিযোগকারী সকলের উপস্থিতিতে সরেজমিনে এলাকা পরিদর্শন করা হয়। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সেই অনুসন্ধানকারী দলের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮২ শতক জমির ওই পুকুর মাটি ফেলে ভরাট করে  দেওয়া হচ্ছিল। গত ১০ই ফেব্রুয়ারী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে। বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্টের ভিত্তিতে পুকুরটিকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বহরমপুর পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে ভরাট হয়ে যাওয়া পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হল।

Berhampore News পৌরসভার আধিকারিক জানান-

Berhampore News বহরমপুর পৌরসভার এক্সিকিটিভ অফিসার মনিমোহন চট্টোপাধ্যায় জানান, পৌরসভা এই ধরনের বেআইনি কাজ, পুকুর ভরাট বলুন বা জলাভূমি ভরাট বলুন যে মুহূর্তে পৌরসভার কাছে আসে পৌরসভা তার অ্যাকশান নেয় আইন অনুযায়ী। প্রতি ক্ষেত্রে পৌরসভা অতি সক্রিয় ভূমিকা পালন করে। অভিযোগগুলি প্রথমে তদন্ত করে দেখা হয়। সেখানে ল্যান্ডের ব্যাপার জড়িয়ে থাকে। ল্যান্ড অফিসার ও ডিসট্রিক্ট ল্যান্ড অফিসার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা মালিক, যারা প্রতিবাদ করছেন তাদের কাগজপত্রও আমরা ভেরিফাই করি। খতিয়ে দেখার পরে যে ব্যবস্থাগুলো নেওয়া উচিৎ সেই ব্যস্থাই নিই।

Berhampore News কলকাতা হাইকোর্টের আইনজীবী জানান-

Berhampore News কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, ‘অবৈধ ভাবে পুকুর ভরাট হয়েছিল আমরা হাইকোর্টের নির্দেশে সেই পুকুরকে পপুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলাম। এই পুকুর খননের খরচ পুকুর মালিককে বহন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘  ২০২৩ সালে অর্ডার দেওয়া হয় মালিককে যে অবৈধ ভাবে পুকুর ভরাট হয়েছে ইন ল্যান্ড ফিশারিস আইন অনুযায়ী বহরমপুর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার কম্পোনেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে এটি অবৈধ ভাবে ভরাট হয়েছে। পুকুরের যে অংশটা ভরাট হয়েছিল হাইকোর্টের নির্দেশে সেই অংশটাকে পুনরুজ্জীবিত করার অর্থাৎ পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হল। ৮২ শতক অবৈধ ভাবে ভরাট হয়েছে। পুরোটাকে খনন করে যেরকম পুকুর ছিল সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হল।’

Berhampore News এদিন বহরমপুর থানার পুলিশ, পৌরসভার আধিকারিক, আইনজীবী, সকলের উপস্থিতিতে জেসিবি দিয়ে শুরু হয় পুকুর খননের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now