Berhampore News আগামীকাল বিশ্বকর্মা পুজো, সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। কিন্তু উৎসবের মরসুম আসন্ন হলেও মুখে হাসি নেই ঠিকাদারদের। অভিযোগ, জল জীবন মিশন সহ অন্যান্য কাজের দীর্ঘ বকেয়া পেমেন্ট! আর্থিক সঙ্কটে শহর থেকে গ্রামের ঠিকাদার সংস্থার কর্মীরা। উৎসবের আনন্দ ম্লান এবছর। অবিলম্বে বিভিন্ন স্কিমের বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিশ্বকর্মা পুজোর আগের দিন বহরমপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ ALL Bengal PHE Contractors’ Association (CIVIL) এর আহবানে Murshidabad District Contractors’ ( Builders’) Association এর উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত ডিভিশনের সঙ্গে একসাথে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ হল বহরমপুরেও। সংগঠনের প্রশ্ন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের ৮৯১ দিন পরেও ঠিকাদারদের পেমেন্ট হয়নি কেন? এই প্রশ্নের জবাব চাইতে এদিন পিএইচই মুর্শিদাবাদ ডিভিশানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘরে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ঠিকাদার সংগঠনের কর্মীরা।

Berhampore News মুর্শিদাবাদ ডিসট্রিক্ট কন্ট্রাক্টরস (builders) অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সঞ্জয় বিশ্বাস বলেন, ‘ জল জীবন মিশনের পেমেন্ট না পাওয়ায় এই প্রকল্পের কোন কাজ করতে পারব না। পেমেন্ট না হওয়া অব্ধি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে কাজ বন্ধ থাকবে। আগামীকাল বিশ্বকর্মা পুজো থেকে সমস্ত কাজ বন্ধ। আগামীদিনে কোন টেন্ডার অ্যাটেন্ড করা হবে না। যদিও বাড়ি বাড়ি জল পোঁছানোর রক্ষণাবেক্ষণের কাজ জারি থাকবে। পেমেন্ট না হওয়ার কারনে ভাল্ব অপারেটর, পাম্প অপারেটরদেরও বেতন ঠিক সময়ে দেওয়া যাচ্ছে না। আগামি অক্টোবর থেকে বেতন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি।