Berhampore News জমি বিবাদের মীমাংসা চলাকালীনই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুরের হাতিনগরের পাহাড়পুর এলাকা। বাঁশ, লাঠি নিয়ে একে ওপরের দিকে চড়াও দুপক্ষ। দুপক্ষের গণ্ডগোলে তুলকালাম পরিস্থিতিতে আহত হয়েছেন দুপক্ষের ৮ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Berhampore News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়পুর এলাকায় জমি বিবাদের জন্য রবিবার বিকেলে সালিশি সভা ডাকা হয়। বহরমপুর থানার পুলিশের উপস্থিতিতে সালিশি সভা শেষ হতেই হিকমপুরের বাসিন্দারা পাহাড়পুরের বাসিন্দাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। পাহাড়পুরের এক বাসিন্দা আরমান সেখ জানান, একটি মাঠ ঘেরার জন্য থানার নির্দেশে সালিশি সভা ডাকা হয়। ২৫ টা গ্রামের বহু লোক ডাকা হয়। মিটিং এ রায় হল। তারপরেই হিকমপুর আর পাহাড়পুর দুই গ্রামের বাসিন্দাদের একাংশের মধ্যে বাকবিতণ্ডা হতে হতে ধারাল অস্ত্র দিয়ে রণক্ষেত্রের চেহারা নেয়। রবিবার সন্ধ্যায় পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।