Berhampore News রবিবার বহরমপুরে এসে গান্ধী কলোনীতে গেলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী , চন্দ্রিমা ভট্টাচার্য Chandrima Bhattacharya । দেখা করলেন তারক সাহার পরিবারের সঙ্গে। এসআইআর আতঙ্কে তারক সাহার মৃত্যু নিয়ে আগেই অভিযোগ করেছিল তৃণমূল। এদিন সেই তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করে নির্বাচন কমিশনকেই দুষেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এই পরিবারের সঙ্গে আছে। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। এসআইআর আতঙ্কে মৃত তারক সাহার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রিমা ভট্টাচার্য ।
আরও পড়ুনঃ Berhampore SIR বহরমপুরে SIR আতঙ্কের বলি !
Berhampore News পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ” ( তারক সাহা ) আতঙ্কিত হয়েছিলেন ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই বলে। ভাবছিলেন এখান থেকে বাংলাদেশে তাড়িয়ে দেবে। সামান্য ঝালমুড়ি বিক্রি করতেন। কি মর্মান্তিক পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। এইভাবে আতঙ্ক ছড়ানোর কোন মানেই হয় না। সমবেদনা জানানোর ভাষা নেই। মুখ্যমন্ত্রী তাঁর পাশে রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক তাঁর পাশে রয়েছেন। আমাদের গোটা দল আছে”
Berhampore News চন্দ্রিমা দুষছেন কমিশনকে
তিনি আরও দাবি করেছেন, ওই পরিবারের পাশে আছে তৃণমূল। চন্দ্রিমা বলেছেন,” আমার এখানে অপূর্ব সরকার, নাড়ু গোপাল মুখার্জি সব দেখছেন। আগেও সাহায্য করা হয়েছে আমরা দেখছি। এটা সাধারণ মৃত্যু নয় গলায় দড়ি দিয়েছেন। তাঁর স্ত্রী বলছেন, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন। এটা তো আমরা বলছি না। বিজেপি কংগ্রেস, সিপিএম কী বলছে তাই দিয়ে তো জগৎ চলবে না। নির্বাচন কমিশন কিছুই রক্ষা করছে না। এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে কোন রকম প্রচার তো আমরা দেখতে পাচ্ছি না” ।
তিনি বলেছেন, “অনেক ধরনের প্রচার হচ্ছে। মানুষকে ভৃত না হওয়ার কোন প্রচার তো দেখছি না। আমরা দলীয় পক্ষ থেকে এখানে এসেছি। দলের পক্ষ থেকে যা যা করার সেটা করা হয়েছে এবং করবো। পরিবারের কিছু করার থাকলে মুখ্যমন্ত্রী নজর রাখছে আমরা সেটা দেখবো”।









