Berhampore News ফের অভিযান! কান্দি বাসস্ট্যান্ড চত্বরে ফুটপাত খালি করতে কড়াকড়ি

Published By: Imagine Desk | Published On:

Berhampore News বুধবারের পর বৃহস্পতিবারও বহরমপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান প্রশাসনের। শহরে যানজট নিয়ন্ত্রণে আনতে ফুটপাত দখলমুক্ত করতে বুধবারই দেখা গিয়েছিল বহরমপুর বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে অভিযান শুরু করে প্রশাসন। বৃহস্পতিবার ফের একই ভাবে শুরু হয় অভিযান।  এবার কান্দি বাসস্ট্যান্ড চত্বর। এদিন বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় ও বহরমপুর থানার পুলিশের উপস্থিতিতে কান্দি বাসস্ট্যান্ড বাজারে চলে অভিযান। রাস্তার ধারে ফুটপাতের উপর গজিয়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান, ছাউনি ভেঙে দেওয়া হয়।

Berhampore News  সচেতনতার বার্তা প্রশাসনের-

সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অভিযান প্রসঙ্গে বলেন, ” দীর্ঘদিন ধরেই নিয়মিত ভাবে অভিযান চলে। মূল উদ্দ্যেশ্য কারও ক্ষতি করা নয়! যে ফুটপাত জনসাধারণের ব্যবহারের জন্য সেই ফুটপাত যাতে পরিষ্কার থাকে তার জন্যই এই প্রচেষ্টা।” প্রশাসনের অভিযান সত্ত্বেও দেখা যাচ্ছে নতুন করে আবার দখল হচ্ছে ফুটপাত। যে প্রসঙ্গে এসডিও বলনে, ” মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে আমাদের বার বার পথে নামতে হবে। অ্যাডিশানাল এসপি ওনার টিম, পৌরসভার আধিকারিকরা আছেন। দোকানদারদের বলছি ফুটপাত খালি রেখে ব্যবসা করুন। যানজট যাতে না হয়, জনসাধারণ যাতে সহজেই নিরাপদে যাতায়াত করতে পারে। ”

Berhampore News  ব্যবসায়ীরা ক্ষুব্ধ-

Berhampore News ফুটপাতের উপর বাঁশের ছাওনি ভেঙে দেওয়া হয় এদিন। অভিযান ঘিরে কার্যত মাথাত ব্যবসায়ীদের। এই বাজার চত্বরে ফুটপাতের উপর কেউ ফল, কেউ সবজি, কেউ আবার অন্যান্য সরঞ্জাম নিয়ে বসেন রোজ। কেন প্রশাসনের বারণ সত্ত্বেও ফুটপাতে ব্যবসা? যার উত্তরে অনেকেই বলছেন, বাধ্য হয়েই  ফুটপাত বেঁছে নিয়েছেন। বিকল্প জায়গা নেই। অনেকেই এই অভিযানে ক্ষোভে ফুঁসছেন। ব্যবসায়ীরা জানান,   আগে থেকে কিছু জানানো হয়নি। হঠাৎ করে অভিযান চলে পুলিশের। পুলিশ এসে সব ভেঙে দিচ্ছে। ব্যবসার কারণে সাধারণ মানুষের কোন অসুবিধা হয়না। ফুটপাত ফাঁকাই থাকে। এক ব্যবসায়ী জয়দেব ভৌমিক বলেন, পুলিশের তরফে মাইকিং হয়েছিল। কিন্তু কোন স্থায়ী জায়গা না থাকায় বাধ্য হয়ে ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে। আরেক  ফল ব্যবসায়ী মানিকচন্দ্র মণ্ডল বলেন, ফুটপাতের উপর ব্যবসা করে খাই। ছাওনি ভেঙে দেওয়ায় খোলা আকাশের নীচে ঠাই হয়েছে। রোজগারের পথ বন্ধ হল। বিকল্প ব্যবস্থা না করলে সংসার চলবে না।

Berhampore News  এদিনের অভিযানে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যবসায়ীদের আবারও সতর্ক করা হয়, বারণ করা হয় ফুটপাত খালি রাখতে।