Berhampore News বাসের জানলার বাইরে হাত ! তারপর যা হল …বহরমপুরে মর্মান্তিক পরিণতি

Published By: Imagine Desk | Published On:

Berhampore News সরকারি বাসের জানলার বাইরে ছিল হাত। কিন্তু এমন পরিণতি হবে কে জানতো ? মঙ্গলবার সকালে বহরমপুরে  সরকারি বাস ও একটি  ট্রাকের মধ্যে  দুর্ঘটনায় কাটা গেল যাত্রীর   হাত। মঙ্গলবার সকালে বহরমপুরে ১২ নম্বর জাতীয় সড়কে National High Way 12  রাধারঘাট মোড় ও রেল গেটের মাঝে  এই দুর্ঘটনা ঘটে।

Berhampore News জানা গিয়েছে, বাসের এক যাত্রীর হাত ছিল জানালার বাইরে। বাস ও ট্রাকের সংঘর্ষে কাটা যায় হাত। হাত কেটে পরে যায় রাস্তায়। আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College Hospital  ভর্তি করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে বিচ্ছিন্ন হাতটিও। এখনও জানা যায় নি আহতের পরিচয়। ফেরার বাস ও ট্রাকের চালক।

See also  বহরমপুরে প্রৌঢ়া খুনে ধৃত যুবক পুলিশ হেফাজতে