এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News : দৌলতাবাদে যুবতীকে কোপ

Published on: May 11, 2024
Berhampore News

Berhampore News  মঙ্গলবার ভোট বহরমপুরে। তার আগে শনিবার  বহরমপুর ব্লকের দৌলতাবাদে খুন এক যুবতী। দৌলতাবাদে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় পর থানায় আত্মসমর্পন করে অভিযুক্ত যুবক। জানা গিয়েছে শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ  দৌলতাবাদ এসআই অফিসের পিছনে মির্জাপুরের বাসিন্দা সাবিয়া খাতুনের সাথে বচসা শুরু হয় পাশের গ্রামের মিঠু সরকারের। সাথেই ছিল অন্য এক কিশোরী। বচসা চরমে আসলে ওই যুবক প্রকাশ্যে যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে দৌলতাবাদ থানায় গিয়ে আত্মসমর্পন করে মিঠু সরকার।  প্রেমের প্রত্যাখ্যানের  জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ভোটের আগের দিন এই খুনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now