Berhampore News শাশুড়িকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের এই ঘটনাকে ছড়ায় তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বহরমপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানোয়ারা বিবি, বহরমপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে তাঁর বাড়িতে ছিলেন জামাই। সেই সময় জামাই এবং শাশুড়ির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা বিবিকে এলোপাথাড়ি কোপাতে থাকেন জামাই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাশুড়ি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। কী নিয়ে শাশুড়ি- জামাইয়ের মধ্যে অশান্তি, তা জানতে শুরু হয়েছে তদন্ত। মৃতার পরিবারের সদস্যদের সাথেও কথা বলা হয়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার বলেই জানা যায়।
Berhampore News জামাই- শাশুড়ির অশান্তি, তারপরেই এই কাণ্ড বহরমপুরে!
Published By: Imagine Desk |
Published On:
