এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News বহরমপুরে যা নিয়ে ঘুরছিল ২ যুবক ! তাজ্জব পুলিস

Published on: October 5, 2025
Berhampore News

Berhampore News  বহরমপুরে  বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিনজন। উদ্ধার হয়েছে ৮টি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ যৌথ অভিযানে নামে। দুজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি।

Rejinagar News শক্তিপুরে ঘাটে মিলল দেহ । যে জিনিস বাঁধতে ডাকা হয়েছিল তাতেই শেষ ?

Berhampore News গ্রেফতার  করা হয় মুর্শিদাবাদ থানা এলাকার বাসিন্দা জাহাবুল মণ্ডল ও মুকুল মণ্ডলকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ মুর্শিদাবাদ থানা Murshidabad Police Station   এলাকার হকদার শেখকে গ্রেপ্তার করে। Additional SP Head Quarter মাজিদ ইকবাল খান Shri Majid Iqbal Khan, IPS.  ,.জানান, ধৃতরা এই আগ্নেয়াস্ত্র রামপুর হাট থেকে নিয়ে এসেছিল। বহরমপুরে ডেলিভারি  করার কথা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আস্ত্র কারবারে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now