এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News বহরমপুরে গির্জার মোড়ে তুলকালাম কাণ্ড, বিক্ষোভে ধুন্ধুমার

Published on: March 6, 2025
Berhampore News

Berhampore News বৃহস্পতিবার ভর দুপুরে শহর বহরমপুরে তুলকালাম কাণ্ড। অটো চালকদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড গির্জার মোড়ে। এক অটো চালককে মারধরের অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। গির্জার মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই অভিযোগে একজোট হয়ে সরব হন অটো চালকরা। প্রতিবাদে রাস্তায় শুয়ে অবরোধ করেন অটো চালকরা।

Berhampore News অটো চালক রাজু বলেন, ‘ অন্যায় ভাবে অটো চালককে মারধর করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তি চাই।’

Berhampore News আর কী অভিযোগ অটো চালকদের?

Berhampore News অটো চালকদের অভিযোগ, অসুস্থ রোগী নিয়ে অটো করে আসছিল চালক। গির্জার মোড়ের কাছে যাত্রীরা হোটেলে খাবার খাওয়ার জন্য অটো দাঁড় করাতে বলেন। সেই মতো রাস্তার পাশে অটো দাঁড় করাতেই ট্র্যাফিক পুলিশের অফিস ঘর থেকে বেরিয়ে আসেন অফিসার। অভিযোগ, অকথ্য ভাষায় গালাগালি করা হয়। তারপরেই বেধড়ক মারধর করা হয়।

Berhampore News অটো চালকদের বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আসে বহরমপুর থানার পুলিশ। তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। ট্রাফিক পুলিশের শাস্তির দাবীতে বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ। যদিও অভিযোগের প্রেক্ষিতে ট্রাফিক পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now