Berhampore News বহরমপুর শহরের রানিবাগানে শুক্রবার দুপুরে বহরমপুর থানার পুলিশের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযানে সামনে এল চমকে দেওয়ার মতো ঘটনা। খাস শহরের বুকে মধুচক্রের রমরমা! একটি বাড়ির ভেতরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল পাঁচ জনকে, উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর জানাজানি হতেই ভিড় জমে।
Berhampore News বহরমপুর থানার আইসির নেতৃত্বে পুলিশি অভিযান হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক। তিনি বলেন, নাবালিকাদের আনাগোনাও ছিল বলেই খবর। কিন্তু অভিযানে কোন নাবালিকাকে পাওয়া যায় নি। লালবাগে কোণায় কোণায় অভিযান চলছে। বহরমপুরেও খবর ছিল। হটস্পট চিহ্নিত করে অভিযান চলবে ধারাবাহিকভাবে।
Berhampore News বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতেই রানিবাগানে অবস্থিত মানস বাগচীর বাড়িতে অভিযান ও তল্লাশি অভিযান চালানো হয়। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের বিধান অনুসারে অভিযানটি চালানো হয়। অভিযানের সময় ৫ জন অভিযুক্তকে একজন মহিলার বাণিজ্যিক যৌন শোষণে সক্রিয়ভাবে জড়িত এবং সহায়তাকারী হিসেবে পাওয়া যায়। রাজা বিশ্বাস এবং তার মা সাবিত্রী বিশ্বাস প্রায় ৪ বছর আগে মালিক মানস বাগচীর কাছ থেকে মাসিক ৬,০০০ টাকা ভাড়ায় বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং ঐ স্থানে একটি পতিতালয় পরিচালনা করছিলেন বলে অভিযোগ। ধৃতদরে মধ্যে চারজন বহরমপুরের রানিবাগান, সৈদাবাদ, জলট্যাঙ্ক মোড়, রাধারঘাটের বাসিন্দা এবং একজন ভগবানগোলার বাসিন্দা। ভুক্তভোগী একজন মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ৫ জন অভিযুক্তকে আগামীকাল আদালতে পাঠানো হবে।