Berhampore News অপারেশন সিঁদুরের যোদ্ধা শুভজিৎ রায়কে সংবর্ধনা জেলা প্রশাসনের

Published By: Imagine Desk | Published On:

Berhampore News ভারত- পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে অনবরত চলেছিল বোমা,গুলির লড়াই। হার মানেন নি, লড়ে গিয়েছেন, শেষ পর্যন্ত। গত মে মাসের ৮ – ৯ এর রাতজাগা ভারত- পাকিস্তান যুদ্ধের আবহে ‘ অপারেশন সিঁদুর’ এর যোদ্ধা মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজারের বাসিন্দা শুভজিৎ রায়। জম্মুর সাম্বা সেক্টর থেকে ২০ দিনের ছুটিতে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরতেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে ডাক পেলেন।  কন্যা সন্তান নিয়ে সস্ত্রীক জেলা প্রশাসনিক ভবনে হাজির হলেন সোমবার। এদিন বহরমপুর প্রশাসনিক ভবনে হওয়া সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক-সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। সাহসিকতার জন্য তাকে কুর্নিশ জানাল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। স্মারক, উপহার দিয়ে আগামীর জন্য শুভেচ্ছা জানানো হল।

Berhampore News গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। সেই সন্ত্রাসবাদী হামলার পালটা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের হামলায় গুঁড়িয়ে যায় ৯টি জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। এরপর পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পালটা পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতও। চাপের মুখে পড়ে ভারতের কাছে সংঘর্ষবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। পাকিস্তানের কাতর আর্তিতে ভারত সম্মতি দিলেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

Berhampore News  জেলা প্রশাসনের কাছে সম্মান পেয়ে আপ্লুত বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রী। এদিন সংবর্ধনা পাওয়ার পর উচ্ছসিত বিএসএফ জওয়ান শুভজিৎ জানান, অপারেশন সিঁদুর অভিযানের অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন। এভাবেই দেশের সেবা করতে চান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরের পরে সীমান্ত এলাকার সেই সময়কার পরিস্থিতিও বর্ণনা করেন বিএসএফ জওয়ান। স্বামীর সাফল্যে গর্বিত তারঁ স্ত্রী রিয়া রায়। জানান, মানসিক ভাবে শক্ত, কঠিন লড়াইয়েও মনোবল হারায় নি। আপনজনের জন্য উৎকণ্ঠা হলেও আত্মবিশ্বাস ছিল অটুট।