Berhampore News বহরমপুরে এক পুরোহিতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Published By: Imagine Desk | Published On:

Berhampore News  এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুরোহিত।  বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে এক পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগকারী অভিযোগ করেছেন যে চার- পাঁচ বছর আগে মাধব দাস নামে এক পুরোহিতের সাথে তার পরিচয় হয়, যিনি দীর্ঘদিন বহরমপুরের রিং রোডে একটি আশ্রমে সেবায়েত হিসেবে নিযুক্ত। আলাপের পর, অভিযোগকারী তার বছর ১৭ র নাবালিকা মেয়েকে রথযাত্রার দিন পুরোহিতের সাথে দীক্ষার জন্য পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে, অভিযোগকারী জানতে পারেন যে পুরোহিত তার নাবালিকা মেয়েকে   ০৩.০৪.২০২৫ তারিখে ধর্ষণ করেছেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন।

Berhampore News  এতদিন পর কেন অভিযোগ?

Berhampore News   মেয়ে অসুস্থ হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে ঘটনা জানাজানি হয় বলেই লিখিত অভিযোগে দাবি করেন অভিযোগকারী। পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়া TOP র ওসি প্রাথমিক ভাবে পুরো বিষয়টি তদন্ত শুরু করেন। অভিযোগকারীকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে চেয়ে মঙ্গলবার  বহরমপুর POCSO কোর্টে তোলা হয়।