Berhampore News কী দাবীতে বহরমপুরের পথে প্রতিবাদ ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণদের?

Published By: Imagine Desk | Published On:

Berhampore News  পরীক্ষা দিয়ে পাস করেও ২৮ মাস ঘরে বসে! হয়নি নিয়োগ! অপেক্ষা আর কতদিন? দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া যুবক, যুবতীরা পথে নেমে উত্তর খুঁজছেন এই প্রশ্নের। ৫০ হাজার পদে প্রাথমিকে অতিদ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বহরমপুরে মিছিল ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়ার পর আড়াই বছর পেড়িয়ে গেলেও এখনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি বলে অভিযোগ। দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে সোমবার বহরমপুর টেক্সস্টাইল কলেজ মোড় থেকে মিছিলে সামিল হলেন প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

Berhampore News  প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা জানান,  স্বচ্ছ ভাবে পরীক্ষা হয়, OMR রয়েছে। তারপরেও ২০২৫ সালের জুন অব্ধিও বেরোয়নি নিয়োগ বিজ্ঞপ্তি।  ১ লক্ষ শুন্যপদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও কোন নিয়োগ হল না। একটাই দাবী, অতি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক, অন্তত ৫০ হাজার শূন্য পদে নিয়োগ করা হোক। এদিন টেক্সটাইল কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল থেকে দ্রুত নিয়োগের দাবিতে সোচ্চার হন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মিছিল যায় পঞ্চাননতলা ডিপিএসসি District Primary School Council ভবনের সামনে। সেখানেই ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয় বলেই জানান চাকরিপ্রার্থীরা।