Berhampore News বুধবারের সকালে আচমকাই চমকে উঠলেন বহরমপুরের বাসিন্দারা। পুকুর-পাড়ে ঝোপের আড়ালে ঘটে যায় বিপত্তি। ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গড়াইডাঙ্গা এলাকায় পুকুর পাড়ে কলা গাছের ঝোপে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এক নাবালক। কৌতূহলবসত সেই ব্যাগটি কুড়িয়ে আনে সে। আর সেই সময় ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড। ব্যাগের মধ্যে থাকা বোমা ফেটে যায়। বোমা ফেটে গুরুতর আহত হয় ঐ নাবালক সহ আরও একজন। বিকট আওয়াজে চমকে ওঠেন স্থানীয় লোকজন। ছুটে আসেন ঘটনাস্থলে। দেখা যায়, আহত অবস্থায় মাটিতে পড়ে আছে নাবালক ও এক মহিলা। সঙ্গে সঙ্গে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
Berhampore News আহতদের এক আত্মীয় জানান, খবর পেয়েই ছুটে আসেন। বাচ্চা ছেলেটি খেলা করার সময় নতুন একটি ব্যাগ দেখে ব্যাগ নেড়েছে। ব্যাগ নিয়ে আসতে গিয়েই বোমা ফেটে যায়। পায়ে আঘাত গুরুতর। কে বা কারা রাখল পুলিশ তদন্ত করুক।
Berhampore News খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। কীভাবে ঐ এলাকায় বোমা এল, কে বা কারা বোমা ভর্তি ব্যাগ ঘটনাস্থলে রেখেছিল! স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে পুলিশ।
Berhampore News আক্রান্ত শৈশব। বোমা বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সুর চড়িয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে বলব দ্রুত ব্যবস্থা নিন। নাহলে এসব নিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা প্রতিবাদে নামব, রমজান মাস শেষ হলেই।’
Berhampore News কংগ্রেসের আন্দোলনের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। বোমা কাণ্ডে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘ আন্দোলনে কে নামবে না নামবে সেটা তাদের বিষয়। বোমা পাওয়া যাওয়া, বোমা উদ্ধার করা নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে কোন ঘটনা ঘটলে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে , ভরসা আছে।’