Berhampore News আত্মীয়ের কুকীর্তির শিকার নাবালিকা! অভিযোগে পুলিশের জালে ২

Published By: Imagine Desk | Published On:

Berhampore News  দিনের পর দিন ধরে চলছিল ভয়ঙ্কর কাণ্ড। জানাজানি হতেই সোজা থানার দারস্থ মা। ঘটনাকে ঘিরে শোরগোল শহর বহরমপুর। ঠিক কী ঘটেছিল? সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। ১৫ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। এই অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ।  অভিযোগ, কিশোরী এক মাস ধরে যৌন নির্যাতনের শিকার!  বহরমপুর থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ দুই অভিযুক্ত সুরজিত হালদার ও অর্ক দত্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে সুরজিৎ হালদার নির্যাতিতার আত্মীয় বলেই জানা গিয়েছে। ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের মোবাইল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু  অপ্রীতিকর ভিডিও এবং ছবি।

Berhampore News   পুলিশ সূত্রে জানা গিয়েছে, পকসো আইনের ৬ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযুক্ত উভয় ব্যক্তির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের সময়, অভিযুক্ত উভয় ব্যক্তির মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার করা হয়েছে, যা তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণকে শক্তিশালী করেছে। আরও তদন্তের জন্য অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন সহ বুধবার বহরমপুরে POCSO কোর্টে পাঠানো হয়।