Berhampore News বহরমপুরের বানজেটিয়ায় নেশামুক্তি কেন্দ্র যুবকের দেহ। গ্রেফতার নেশামুক্তি কেন্দ্রের মালিক। বহরমপুর থানায় BERHAMPORE PS দায়ের হয়েছে এফআইআর। রবিবার মাঝরাতে বানজেটিয়ার ওই নেশামুক্তি কেন্দ্রে উদ্ধার হয় সুজিত ঘোষ বলে এক যুবকদের দেহ। বানজেটিয়ায় একটি ভাড়া বাড়িতে চলছি ওই নেশামুক্তি কেন্দ্রে। কয়েক মাস আগে খাগড়া থেকে এই নেশামুক্তি কেন্দ্রটি বানজেটিয়ায় উঠে আসে।
আরও পড়ুনঃ বহরমপুরে ১ কোটির সোনা নিয়ে বধূর নাটক !
Berhampore News কী হল নেশামুক্তি কেন্দ্রে ?
রাধারঘাটের বাসিন্দা সুজিত ঘোষ ওই কেন্দ্রে ভর্তি ছিলেন। বাকি বাসিন্দাদের দাবি, রাত্রি ৯ টা নাগাদ নিজেকে একটি ঘরে বন্দি করে নেন সুজিত ঘোষ। সেখানেই তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ ঘটনার খবর পেয়েই নেশামুক্তি কেন্দ্রে পৌঁছায়। তখন স্থানীয়রা এই কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
Berhampore News মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত ঘোষের বাবা রাধামোহন ঘোষ। নেশামুক্তি কেন্দ্রের মালিককে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।















