এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore News: বহরমপুরে ফের সবুজ ধ্বংস ! কার মদতে ভ্যানিশ আম বাগান ?

Published on: September 21, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নির্বিচারে সবুজ ধ্বংসের অভিযোগ উঠল বহরমপুরে। শহর লাগোয় বানজেটিয়ে এলাকায় কেটে ফেলা হল বেশকিছু প্রাচীন আমগাছ । নির্বিকার প্রশাসন । দিনে দুপুর আম বাগান ভ্যানিশ হয়ে যাচ্ছে বহরমপুরের বানজেটিয়ায় । বহরমপুর জলঙ্গী রাজ্য সড়ক লাগোয়া ওই আম বাগানের জমিতে সোমবার সকাল নির্বিচারে কাটা হচ্ছে গাছ।

সূত্রের খবর ওই জমিতেই দীর্ঘদিন ধরেই রয়েছে আম বাগান। আমগাছগুলিও অনেক পুরোনো। রয়েছে বেশকিছু প্রাচীন প্রজাতির আমগাছ। স্থানীয়দের প্রশ্ন, কার মদতে এভাবে প্রকাশ্যে গাছ কাটা হচ্ছে ? সবুজ বাঁচাতে যখন চারদিকে এতো উদ্যোগ। সেই সময়েই এইভাবে নির্বিচারে গাছ কাটা নিয়ে আপত্তি রয়েছে স্থানীয়দের । তবে স্থানীয় সূত্রে খবর এই গাছ কাটার পিছনে রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি। তাদের সাথে যোগ আছে শাসক দলের। সেই কারণেই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

বুধবার সকালেও লোকজন নিয়ে শুরু হয়েছে গাছ কাটার কাজ। কেটে ফেলা গাছ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। বুধবার নিজেকে জমি মালিক বলে দাবি করে তপন মণ্ডল নামে এক ব্যক্তি জানান , অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে । নতুন করে গাছ লাগানো হবে। কিন্তু কোন অনুমতিপত্র দেখাতে অস্বীকার করেন ওই ব্যক্তি। তবে স্থানীয়দের দাবি , বাগানের জমিতে কোন নির্মাণ কাজের জন্যই ওই আমবাগানের সব কাছ কেটে ফেলা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now