Berhampore News : ফেসবুক লাইভ করতে করতেই মিছিলে প্রতিবন্ধী পড়ুয়া

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ সোমবার দুপুরে তখন বহরমপু্র রবীন্দ্রসদন মোড়ে পুলিশের সঙ্গে মিছিলে থাকা প্রতিবন্ধীদের কথা
কাটাকাটি, ধাক্কাধাক্কি চলছে। চড়ছে উত্তেজনা। প্রতিবন্ধীদের দাবি, মাথায় আঘাত লেগেছে একজনের। জেলাশাসকের দপ্তরে মিছিল আটকাতে কর্তব্যে অবিচল পুলিশ কর্মীরাও। তখনও কোনওরকমে পায়ে ভর করে সবার মধ্যে আলাদা করে ফেসবুক লাইভে জায়গা করে নিয়েছে সে। মিডিয়ার ভিড়েও উজ্বল। তার দৌলতে মিছিলে না এসেও অনেকেই দেখে ফেলেছে ওই আন্দোলন। সেই আন্দোলনকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাতেই যেন ওর সার্থকতা। আর তাতেই সে
সফল এদিনও। ইসলামপুর থানা এলাকার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সিনান সারয়ার এগিয়ে যেতে চায় মূলস্রোতে থাকা তরুণদের মতো।
দুই হাত কাজ করে না। ছোটো থেকেই সমস্যা। সব বাধাকে তুচ্ছ করে প্রতিবন্ধীদের আন্দোলনে সামনের সারিতে কোনওরকমে মোবাইল চেপে ধরে এগিয়ে চলেছে। এটাই তার নেশা। দ্বাদশ শ্রেণীর ছাত্র সিনান সোমবার বহরমপুরে প্রতিবন্ধীদের মিছিলও লাইভ করে সফল । এদিন সেখানে সিনান জানিয়েছে, ইতিমধ্যে তার ফেসবুক ফ্রেন্ডের
সংখ্যা ৫০০০ এর বেশি। তার দিনমজুর বাবা দুবছর হল তাকে মোবাইল কিনে দিয়েছেন। ছেলের শখ পূরনে কোনওরকম খামতি রাখেননি বাবা। তাকে ঘিরেই সংসারের সবস্বপ্ন। মা, বাবা ছাড়াও একটি ভাই আছে তার। মোবাইল ভালবেসে আয়ের জন্যে সে সার্ভিসিং’এর কাজও শিখছে। সিনানের বক্তব্য, প্রতি মাসে ১ হাজার টাকাতে কিছু হয় না। আমরা ৬ হাজার টাকা প্রতি মাসে দাবি করছি। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন মুর্শিবাদ জেলা কমিটির ডাকে বিভিন্ন দাবিতে ওই মিছিল হয়। সেখানে নেতৃত্ব দেন রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রি কান্তি গাঙ্গুলি। ছিলেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রন দাস। হেলথ হোমের সামনে থেকে শতাধিক কর্মির ওই মিছিল শুরু হয়। রবীন্দ্রসদন মোড়ে পুলিশ আটকালে উত্তেজনা দেখা যায়। সেখান থেকে ৭ জনের প্রতিনিধি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। কান্তি গাঙ্গুলি জানান, ২০১৬ সালের প্রতিবন্ধী আইন কার্যকর করার দাবিতেই ছিল এদিনের আন্দোলন।