Berhampore Natok উৎসবের মেজাজেই বহরমপুরে শুরু নাট্যোৎসব । “নাটক দেখুন” আহ্বান নিয়ে পথে নামলেন লোকশিল্পীরা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকাররা নাটক দেখতে আসার অনুরোধ জানালেন জেলার মানুষকে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই চার দিনের নাট্যমেলার সূচনা হয়ে গেল বহরমপুর শহরে। বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের পঞ্চবিংশ নাট্য মেলা। নাট্যমেলার সূচনা পর্বে শহর জুড়ে হল বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন আঙ্গিকের লোক শিল্পীদের উপস্থিতিতে শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
আরও পড়ুনঃ Berhampore Theatre আজ থেকে বহরমপুর রবীন্দ্রসদনে বিনামূল্যেই ৭ টি নাটক
Berhampore Natok ৪ দিনে ৭ টা নাটক
এই নাট্যমেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর । মালদা, দক্ষিন দিনাজপুর, ইসলামপুর, লালগোলা, রঘুনাথগঞ্জ, বহরমপুর থেকে নাটকের দল এই উৎসবে অংশ নিচ্ছে।

শোভাযাত্রার পর নাট্যোৎসবের উদ্বোধন হয় সোমবার। বৃহস্পতিবার পর্যন্ত বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে পঞ্চবিংশ নাট্য মেলা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে নাটক। এই নাট্যমেলায় নাটক দেখার জন্য কোনও টিকিট দরকার হবে না। প্রবেশ অবাধ। নাট্যমেলা নিয়ে জেলাবাসীকে কী আহ্বান জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক খান্ডুমা ভুটিয়া ।















