এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Municipality Initiative কাশিমবাজারে কোটি টাকার প্রজেক্ট! ঢেলে সাজানোর উদ্যোগ বহরমপুর পৌরসভার

Published on: February 25, 2025
Berhampore Municipality Initiative

Berhampore Municipality Initiative  কাশিমবাজার। মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই স্থানটির গুরুত্ব ছিল। প্রথম ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে প্রথম বাণিজ্যকুঠি স্থাপন করেছিল। ইতিহাস বলছে, ইংরেজ, ডাচ এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলির প্রতিটিই কাশিমবাজারে তাদের বাণিজ্যকুঠি পরিচালনা করত। শহরটি ছিল কাশিমবাজারের মহারাজাদের আবাসস্থল। ১৯ শতকের শুরুতেও শহরটির সমৃদ্ধি বজায় ছিল; ১৮১১ সালের শেষদিকেও একে রেশম, হোসিয়ারি, কোরা এবং হাতির দাঁতের সুন্দর কাজের জন্য বিখ্যাত স্থান হিসাবে বর্ণনা করা হয়েছিল। এই কাশিমবাজার নিয়েই এবার বড়সড় ভাবনা বহরমপুর পৌরসভার। নতুন নতুন পরিকল্পনা দিয়ে হারানো জৌলুস ফেরাতে তৎপরতা। শুরুটা নাগরিক পরিষেবা দিয়েই।

Berhampore Municipality Initiative পৌরসভার উদ্যোগ-

Berhampore Municipality Initiative নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জলের সমস্যা মেটাতে এবার নয়া উদ্যোগ বহরমপুর পৌরসভার। ১ ও ২ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের জল প্রকল্পের কাজ। কাজের সূচনা করলেন চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী, স্থানীয় কাউন্সিলার এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

Berhampore Municipality Initiative চেয়ারম্যান জানান-

Berhampore Municipality Initiative বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন, ‘ ৭ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হবে ড্রেন! স্টেট ফান্ড থেকে এই দুটি ওয়ার্ডে হবে ৫ কোটি টাকার জলের লাইন।’ তিনি আরও বলেন, ‘  অত্যন্ত সন্তোষজনক উদ্যোগ। দীর্ঘদিন ধরেই কাশিমবাজারের মানুষের ড্রেনের সমস্যা এবং জলের সমস্যা ছিল। আপাতত পাঁচ থেকে সাত হাজার লোককে জল দেওয়া যাবে। এই দুটো ওয়ার্ড একেবারেই জল পেত না। আরও যে বড় প্রজেক্ট হচ্ছে, সেটার মধ্যে দিয়ে তিন বেলা পানীয় জল সরবরাহ করা হবে। কাশিমবাজারকে নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। কাশিমবাজার আগামী দশ বছরের মধ্যে জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা হবে। ইতিমধ্যেই পৌরসভার তরফে Urban Primary Health Center সেটা নিয়ে মডেল হাসপাতাল তৈরির ভাবনা রয়েছে। আর অবহেলিত থাকবে না কাশিমবাজার।’

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now