Berhampore Municipality টানা বৃষ্টিতে জলমগ্ন বহরমপুর পৌরসভার একাধিক এলাকা। সকাল থেকে জল জমে রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। বন্ধ হয়ে গেছে নিকাশিনালা। শহর জুড়ে জল যন্ত্রনার অবসানে শেষ পর্যন্ত পাম্প নিয়ে পথে নামলেন বহরমপুরের পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী। রবিবার বিকেলে বহরমপুর Berhampore সমবায়িকা Samabaika মোড়ে পথে নামেন পৌরপিতা। এদিন নাড়ুগোপাল মুখার্জি বলেছেন, ” বর্ষায় সব যায়গাতেই সমস্যা হয়। রাত থেকে ভোর অবধি ভারী বৃষ্টি হয়েছে। এর ফলের শহরের কিছু এলাকা জলমগ্ন । কিছু রাস্তায় জল জমে আছে। পৌরসভার সকলে মিলে জল নামানর চেষ্টা হচ্ছে। পাম্প, জেনারেটার ব্যবহার করা হচ্ছে। রাতদিন জেগে সকলে কাজ করছেন”।
Berhampore Municipality বহরমপুর গোরাবাজার, নাটাতলা মোড়, গীর্জার মোড়, ইন্দ্রপ্রস্থ সহ বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে । পাম্প দিয়ে সে জল নীষ্কাসনের কাজ শুরু হয়েছে। শহরের এসপি বাংলোর সামনে রবীন্দ্রসদনের পাশে বড় গাছ উপড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে।