Berhampore Municipality মহিলাদের ক্যান্সারের ঝুঁকি কমাতে সচেতনতা শিবির

Published By: Imagine Desk | Published On:

Berhampore Municipality ২৮ শে মে, আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস International Women’s Health Day  ।  এই বিশেষ দিনে মহিলাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে বিশেষ শিবির হল বহরমপুর পৌরসভায়। বিশেষ করে ‘ক্যান্সার’ নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হয় পৌর স্বাস্থ্য কর্মী, আশা কর্মীদের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় মহিলাদের ক্যান্সার নিয়ে এই শিবিরের আয়োজন। বর্তমান সময়ে ক্যান্সারের মতো মারন রোগ বাসা বাঁধছে অনেকের শরীরেই।  মহিলাদের মধ্যে স্তন ক্যানসার ও সারভিক্যাল ক্যানসারের ঝুঁকিও বাড়ছে।  এই পরিস্থিতিতে মহিলাদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা কী কী বিষয়ে জোর দেওয়া উচিৎ? কীভাবে মারন ব্যাধি থেকে দূরে থাকা যায়? আক্রান্ত হলেও কীভাবে চিকিৎসা পদ্ধতিতে সেরে ওঠা সম্ভব? সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা হয় বিস্তর।

Berhampore Municipality বহরমপুর পৌরসভার নোডাল হেলথ অফিসার মুনমুন ঘোষ জানান, ক্যান্সার নিয়ে মানুষের মনে ভীতি রয়েছে। সেই ভীতি কাটিয়ে যাতে মানুষ সচেতন হন স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে, সেই উদ্দ্যেশ্যেই এই শিবির। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার পাঠ দেন। তাদের প্রশিক্ষন দিয়েই সচেতনতার প্রচার চলবে আগামী দিনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তীর্থপ্রতি দাস। তিনি জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই উদ্দ্যেশ্য। ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা যাবে, যত কম স্টেজে ধরা যাবে, তত তাড়াতাড়ি ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া যাবে, মানুষকে সুস্থ করা যাবে।  ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শ্রেয়া মল্লিক জানান,  মহিলাদের ক্যান্সারের সচেতনতা নিয়ে আলোচনা হল।  তাড়াতাড়ি ধরা পড়লে ক্যান্সার নিরাময় যোগ্য।

Berhampore Municipality কী কী লক্ষণ নজরে আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কীভাবে মহিলারা ক্যান্সারকে জয় করতে পারবেন তা নিয়ে এই শিবিরে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জনসচেতনতা বাড়লেই ক্যান্সারকে জয় করা যাবে বলে মত চিকিৎসকদের। স্বাস্থ্য কর্মী, আশা কর্মীদের মাধ্যমে সচেতনতার বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য পৌরসভার।