Berhampore MLA মুর্শিদাবাদ সহ ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত রাজ্যের দাবি বহরমপুরের বিধায়কের

Published By: Imagine Desk | Published On:

Berhampore MLA  মুর্শিদাবাদ সহ ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত এলাকা করার দাবি এবার  বহরমপুরের বিজেপি  বিধায়কের । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া নিয়ে কেন্দ্র শাসিত এলাকা করার দাবিতে সরব হয়েছেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ।  বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে Nishikant Dubey , মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর Gouri Shankar Ghosh  ঘোষের পর কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত  মৈত্র ওরফে কাঞ্চন ।

বহরমপুরের বিধায়কের দাবি, রাজ্যভাগ চাইছেন না তিনি। তবে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক ৫ জেলাকে। অনুপ্রবেশের অভিযোগ বিজেপি বিধায়কের। তিনি বলেছেন, “  দক্ষিণ দিনাজপুর জেলা, নদিয়া জেলার উত্তর–ভাগ এবং গোটা মালদা–মুর্শিদাবাদ জেলাকে নিয়ে গড়ে তোলা হোক পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল” ।

Berhampore MLA  সুব্রত  মৈত্রর দাবির বিরুদ্ধে সরব তৃণমূলও। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ  আবু তাহের খানের অভিযোগ, বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। সাংসদের দাবি, ভোটে হেরে হতাশা থেকেই রাজ্য ভাগের কথা বলছে বিজেপি। বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে রাজ্যের মানুষকে।