Berhampore Market বহরমপুরে নবমীতে বেগুনে সেঞ্চুরি, ছোলার শাকে ডবল

Published By: Imagine Desk | Published On:

Berhampore Market পুজোয় সবজির বাজারও চড়া। বাজারে গিয়ে ঝোলা ভরাতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। পকেটে টান পড়ছে বাজারে গিয়ে। প্রতি বছরই উৎসবের মরশুমে সবজির বাজার কিছুটা উর্ধোমুখি থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই চড়া সবজির দাম।

Berhampore Market  বহরমপুরের স্বর্ণময়ী বাজারে কী দাম কোন সবজির ?

পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে।
কাচালঙ্কা ১২০ টাকা কেজি।
মিষ্টি কুমড়ো কেজি ৫০ টাকা।
ঝিঙে ৬০ টাকা কেজি।
মুলো ৩০ টাকা কেজি।
ফুলকফি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা পিস।

তবে সব থেকে বেশি দাম বেগুনের। বেগুন সেঞ্চুরি হাঁকিয়েছে। শাকের দামও আকাশছোঁয়া। পালং শাক ৮০ টাকা কেজি। তবে ছোলার শাক ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Berhampore Market বাজারে গিয়ে রীতিমতো কালঘাম ছোটার জোগার। বিক্রেতাদের দাবি উৎসব শেষ হলেও কিছুটা কমতে পারে সবজির দাম। বহরমপুরের Berhampore বাসিন্দা পিনাকি বিশ্বাস জানান, মধ্যবিত্ত সংসারে অসুবিধা তো হচ্ছেই। আগে যেখানে ১ কেজি সবজি কিনতাম এখন সেটা ৫০০ গ্রাম কিনতে হচ্ছে।

Berhampore Market বাজারে আসা রমেশ বিশ্বাস বলেন, বেগুন ১০০ টাকা চলছে, মাঝে ৮০ টাকাতে মিলছিল। সাধারণ মানুষ হিসাবে বাজারে এসে তো অসুবিধা হচ্ছেই। আগে যে ব্যাগ ভরতে ৫০০ টাকায় হতো এখন তা অনেকটাই বেশি লাগছে।

Berhampore Market সবজি বিক্রেতা বরকত মণ্ডল বলেন, দাম বেশি থাকায় পুজোর বাজারে বিক্রি কমেছে। তবে কার্তিক মাস আসলে অনেকটাই কমবে । সবজির দাম বাড়লেও আলু পেঁয়াজের দাম ঠিকই আছে। স্বর্ণময়ী বাজারের সবজি বিক্রেতা ইনামূল শেখ বলেন, পুজোর বাজারে দাম একটু বেশি হয়। বিক্রি কমেছে অনেকটাই। পুজোর কারনে অন্যান্য দিনের তুলনায় দু-দশ টাকা দাম বাড়ে।

See also  Murshidabad Camel গভীর রাতে রাস্তায় ট্রাকভর্তি উট !