Berhampore Market সাত সকালে বহরমপুরে পাইকারি সবজি বাজারে টাস্ক ফোর্সের Task force হানা। সকাল ৬ টার দিকে বহরমপুরের নতুন বাজার এলাকায় পাইকারি বাজারে বাজারে হঠাৎ হানা দেয় টাস্ক ফোর্স। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়ের ( SUBHANKAR ROY, WBCS(Exe) ) নেতৃত্বে টাস্ক ফোর্সের সদস্যরা ঘুরে দেখলেন দোকানে দোকানে সরেজমিনে খোঁজ নিলেন সবজির দামের।
Berhampore Market কথা বললেন পাইকারি সবজি বাজারের ক্রেতা, বিক্রেতাদের সঙ্গে। আলু, পেঁয়াজ থেকে টমেটো বিক্রি হচ্ছে কেমন দামে ? কালোবাজারি হচ্ছে না তো ? দেখলেন খতিয়ে। যাচাই করলেন গুণগত মানও।
Berhampore Market টাস্ক ফোর্সের সদস্যরা দোকানে ঢুকে দেখলেন বেআইনি ভাবে মজুতদারি হচ্ছে না তো।
বহরমপুর সদর মহকুম শাসক শুভঙ্কর রায় বলেন , “ পাইকারি বাজারে আজ মহকুমা স্তরের টাস্ক ফোর্সের পক্ষ থেকে পরিদর্শন করা হলো। গতবছরের তুলনায় দাম একটু কম আছে। কিছু সতর্কতা মূলক বার্তাও ব্যবসায়ী দের দেওয়া হয়েছে”। তিনি জানিয়েছেন খুচরো বাজারেও পরিদর্শন করা হবে।