Berhampore Lokshilpi মোবাইলকে টেক্কা দেবে কবিয়ালরা। কর্মশালা বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Berhampore Lokshilpi কবিগান  বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। কবিগানকে বাঁচাতে , কবিয়ালদের জন্য কর্মশালা। আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের তিনদিনের কর্মশালা শুরু  হল বহরমপুর রবীন্দ্রসদনে । লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কবিগানের এই কর্মশালা। কর্মশালার দ্বিতীয় দিনেও মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের কবিয়ালরা এক ছাদের তলায় হাজির ছিলেন।

লোক সংস্কৃতির প্রসার  এবং কবিয়ালদের অগ্রগতি কোন পথে?  ইলেকট্রনিক মিডিয়ার যুগে কবিগানকে কীভাবে বাঁচিয়ে রাখবেন কবিয়ালরা- তা নিয়েই মূলত কর্মশালায় আলোচনা হয়। প্রধানত বিতর্কমূলক ও প্রতিযোগিতাধর্মী এই গানের মধ্যে তাৎক্ষনিক বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, কবিপ্রতিভা ও সঙ্গীতসাধনার অপূর্ব সম্নবয় লক্ষ করা যায়। আঠারো শতক থেকেই এই কবিগান বাংলার লোকায়ত ও সাহিত্য সঙ্গীত ধারার একাধিক অংশকে লালন করে আসছে। কর্মশালার মাধ্যমে কবিয়ালদের গান বাঁধার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্প বিষয়েও সচেতন করা হয়।