Berhampore Lokshilpi বহরমপুরে কথায় গানে কী দাবী লোকশিল্পীদের ?

Published By: Imagine Desk | Published On:

Berhampore Lokshilpi  বৃষ্টি ভেজা শহরের রাজপথে মুর্শিদাবাদ Murshidabad  জেলার  বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা, বাদ্য যন্ত্রের সাথে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন। সাঁওতালি নাচ, গানের মাধ্যমে, ধামসা, মাদলের সুরে – শিল্প ও শিল্পীদের বাঁচানোর দাবীতে অন্য ভাষা দেখল এ শহর। মুর্শিদাবাদের নানান প্রান্ত থেকে লোকশিল্পীরা বহরমপুরে প্রতিবাদ মিছিলে হাঁটলেন। সরকারি পরিচয় পত্র, ভাতা সহ জীবন জীবিকা রক্ষার তাগিদে মোট ১২ দফা দাবীর মাঝেই মহিলাদের নিরাপত্তার দাবী ও আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবী পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের মুর্শিদাবাদ জেলা কমিটির।

Berhampore Lokshilpi  কর্মসূচিতে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মনিরুল ইসলাম , জেলা সভাপতি পাগলচন্দ্র মণ্ডল ।  এদিন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষে জমায়েত হয় কোর্ট বাজারের সামনে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবী গুলি খতিয়ে দেখার আশ্বাস জেলা দেন  তথ্য ও সংস্কৃত দপ্তরের আধিকারিক The DICO, Murshidabad. প্রবাল বসাক।