এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Loksabha: “ পরিযায়ী”  অধীর, দাবি বিজেপির নির্মলের

Published on: April 8, 2024
Berhampore Vote

Berhampore Loksabha: ভোটের ময়দানে ঝাঁঝ বাড়াচ্ছেন বহরমপুর লোকসভা (Berhampore Loksabha_  আসনে বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহাও। সোমবার ভোট প্রচারের মাঝে বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরিযায়ী বলে আক্রমণ করলেন নির্মল সাহা।

এদিন প্রচারের ফাঁকে ডাঃ সাহা বলেন, “বহরমপুরের সাংসদ পরিযায়ী। তিনি বহরমপুর লোকসভায় জেতেন আর দিল্লিতে গিয়ে বসবাস করেন” । পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে নির্মল সাহার অভিযোগ,

“ বহরমপুরের মানুষের সুখ, দুঃখ, ভালোমন্দ, কী কাজ করলে ভালো হবে সেটা বোঝার সময় ওনার নেই”।কোভিড কালে সক্রিয়ভাবে বহরমপুরে ছিলেন না অধীর, এমনই অভিযোগ এদিন তুলেছেন ডাঃ নির্মল সাহা।

সোমবার  ভরতপুরের সালু অঞ্চলে প্রচারে যান বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। সোমবার দুপুরে সালু গ্রামের ঘনশ্যামপুর থেকে শ্যামপাড়া পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে  জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। এদিন পায়ে হেঁটে নেতা কর্মীদের সাথে নিয়ে গ্রামের অলি  গলিতে প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থীকে। বিভিন্ন গ্রামে প্রচারের পাশাপাশি নির্বাচনী সভার মধ্যে দিয়ে জনসংযোগে বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর দাবি মানুষ বিকশিত ভারত চাইছে। এখানে না তৃণমূল বা কংগ্রেসকে চাই। এদিন বহরমপুর লোকসভা (Berhampore Loksabha)  কেন্দ্রের নওদা এলাকায় নিজের প্রচার সেরেছেন অধীর চৌধুরী।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now