প্রশান্ত শর্মাঃ শিয়রে ভোট। তাই মাথায় খাড়া রোদ নিয়েও ময়দানে বহরমপুর লোকসভা কেন্দ্রের ৩ প্রার্থী । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ( Adhir Chowdhury) , চিকিৎসক নির্মল সাহা ( Dr Nirmal Saha) আরক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান (Yusuf Pathan) দিনভর ছুটলেন ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত । কী করলেন ৩ প্রার্থী ?
মার্চের শেষে মুর্শিদাবাদে বাড়ছে উত্তাপ । ভাগিরথী পাড়ের হাওয়া জানান দিচ্ছে , ভোট আসছে। তাই সাত সকালে বহরমপুরের গান্ধী কলোনী এলাকায় হাজির বিজেপি প্রার্থী , চিকিৎসক নির্মল সাহা। পানীয় জল, নিকাশী নালা একাধিক অভিযোগ রয়েছে এই এলাকার মানুষের। তবে স্থানীয়দের সাথে নির্মল সাহা কথা বললেন, দেশ রাজ্যের হাল হাকিকত নিয়ে। বিলোলেন দুর্নীতি দূর করার প্রতিশ্রুতিও । খ্যাতনামা চিকিৎসককে কাছে পেয়ে অনেকেই এসে কথা বলেন ডাঃ নির্মল সাহার সাথে। প্রচারের মাঝে নিয়েছেন ভোটারদের স্বাস্থ্যের খোঁজও। বিকেলে বিজেপি কর্মীদের সাথে নিয়ে বড়ঞার মন্দিরে মন্দিরে ঘুরে প্রচার সেড়েছেন ডাঃ নির্মল সাহা।
আরও পড়ুনঃ INDIA Alliance: অধীর, অভিষেক তরজায় কেন্দ্র সেই ইন্ডিয়া !
এদিন জোড়া কর্মসূচী ছিল তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের । নওদার আমতলা হাইস্কুল মাঠে পাঠানের গলায় শোনা গিয়েছে , “জয় বাংলা”, “খেলা হবে” স্লোগান। সেই স্লোগান শুনে তৃণমূল কর্মীরা হন আপ্লুত। নওদায় মাঠে ব্যাটও করেছেন ইউসুফ পাঠানকে। এরপর বহরমপুর ঋত্বিক সদনে দলের শ্রমিক সংগঠনের ডাকা সভায় ছিলেন ইউসুফ পাঠান। দুই সভাতেই খুব বেশি কথা বলতে চান নি ইউসুফ।
বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এদিন সকালে রুটিন মাফিক সাংবাদিক সম্মেলন সেরেছেন জেলা কংগ্রেস অফিসে। তবে তার আগে সকালে হাজির হয়েছিল বহরমপুর পৌরসভার উল্টোদিকে লালদিঘির কাছে। সেখানে সরব হন পুকুরে মাছ মরে তৈরী হওয়া দুর্গন্ধ নিয়ে। তার মাঝে তোলেন সেলফিও।
আরও পড়ুনঃ Loksabha Election: বরফ গলল ! নিয়ামত তাহের একসাথে ভোট প্রচারে
দুপুরে সাংবাদিক সম্মেলনের পর অধীর রওনা দেন বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় কাজিশায় কর্মীসভা সারেন অধীর । ভাষণ দেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে। ভোটের বাজারে সকাল থেকে সন্ধ্যা সারাদিন এভাবেই ময়দানে থাকলেন ৩ প্রার্থী। বহরমপুরে ভোট ১৩ মে। কিন্তু এর মাঝে মাঠ ছাড়তে নারাজ প্রার্থীরা।