Berhampore Labour বেঙ্গালুরুর ওই শ্রমিকদের জন্য ১০ লক্ষ দাবি সিটুর

Published By: Imagine Desk | Published On:

Berhampore Labour এখনও বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা চলছে মুর্শিদাবাদের বহরমপুরের ৬ পরিযায়ী শ্রমিকের। ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক বোর্ডের সিইও এবং যুগ্ম কমিশনারের সঙ্গে দেখা করে আহত শ্রমিকদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রাণহানীর ক্ষেত্রে ২৫  লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

Berhampore Labour বৃহস্পতিবার হাসপাতালে শ্রমিকদের সঙ্গে দেখা করার পর নির্মাণ শ্রমিক বোর্ডে যান সিটুর বেঙ্গালুরুর নেতা হরিশ এবং পরিযায়ী শ্রমিক ইউনিয়নের সুমন দাস মহাপাত্র । হাসপাতালে গিয়ে আগুন লাগার ঘটনায় আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন স্থানীয় সিপিএম এবং সিটু নেতারা। হাসপাতালে গিয়েছিলেন সিটু নেতা বিবি রাঘবেন্দ্র, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা বালাকৃষ্ণ শেঠি, কেএস লক্ষ্মী, রমেশ এবং হরিশ। ছিলেন এসএফআই নেতা বিজয় কুমার, পরিযায়ী শ্রমিক ইউনিয়নের সুমন দাস মহা পাত্র।

Berhampore Labour কী দাবী জানিয়েছে সিটু ?

Berhampore Labour বেঙ্গালুরুর সিটু নেতা কেএস লক্ষ্মী জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা যাতে তাঁদের অধিকার অনুযায়ী সব সুবিধা পায় সেই চেষ্টায় সিটু করছে। হাসপাতালের সুপার এবং যে স্বেচ্ছাসেবী সংস্থা আহতদের সেবা করছে তাঁদের সঙ্গেও কথা বলা হয়েছে। আহত  শ্রমিকরা সংকটে আছেন। তিনি বলেন, ” আমরা নির্মাণ শ্রমিক বোর্ডকে শ্রমিকদের বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছি। পশ্চিমবঙ্গের সরকারেরও এই বিষয়টি নিয়ে এগিয়ে আসা দরকার যাতে শ্রমিকরা তাঁদের প্রাপ্য সুবিধা পায়”।

Berhampore Labour
বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালের বাইরে সিটু নেতারা

Berhampore Labour সংকটে ৩ শ্রমিক

সোমবার রাতে বেঙ্গালুরুর  বীর দি কারামানি এলাকায় শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহত হন  বহরমপুরের Berhampore  নগরাজলের বাসিন্দা  মিণারুল সেখ, জাইবুর সেখ, তাজিবুল সেখ, হাসান মল্লিক, নুর জামাল সেখ, সফিজুল সেখ এবং হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি। শুক্রবার ভোরে জাহেদ আলির  মৃত্যু হয় । জানা গিয়েছে , আরও ৩ শ্রমিকের অবস্থা সংকটজনক।

See also  SSC recruitment: চাকরি বাতিল নিয়ে মমতাকেই নিশানা অধীর, সেলিমের। কী বলছেন মুখ্যমন্ত্রী ?

আরও পড়ুনঃ Migrant Worker বেঙ্গালুরুতে শেষ হরিহরপাড়ার শ্রমিকের জীবন