Berhampore Khadi Expo 2025 মোহিনীগঞ্জের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল থেকে পাট, মাদুরের ব্যাগ, বাঁশ, বেত থেকে কাঁচ। গ্রামবাংলার ঐতিহ্য, কুটীর শিল্পকে তুলে ধরা হয়েছিল মেলায়। সপ্তাহখানেক ধরে বহরমপুরে চলল বহরমপুর খাদি এক্সপো। মেলায় কেমন সারা মিলল ? কী বলছেন ব্যবসায়ীরা।
Berhampore Khadi Expo 2025 পশ্চিম মেদিনীপুর থেকে বহরমপুরে আসেন শিল্পী তপন চিত্রকর। সঙ্গে নিয়ে আসেন বিখ্যাত পটচিত্রের সম্ভার। টি শার্ট থেকে ঘর সাজানোর সামগ্রী। হাত পাখা থেকে ট্রে, পট চিত্র, হোল্ডার- নিজে হাতে বানানো সামগ্রী আনেন খাদি এক্সপোয়। এবছর বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে তাঁর মুখে।
Berhampore Khadi Expo 2025 খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদের উদ্যোগে এবারের এক্সোয় স্টল দিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা । বহরমপুরে মেলায় যোগ দিতে কেউ আসছেন ১০ বছর কেউ তারও আগে থেকে। যেমন নজরুল ইসলাম। কলকাতার বাসিন্দা। সাত বছর ধরে মেলায় আসছেন। জুট, সুতির ব্যাগের সম্ভার তাঁর স্টলের আকর্ষণ। বলছেন, বিক্রি যেমনই হোক ক্রেতা ও আয়োজকদের ব্যবহারে তারা আপ্লুত।
Berhampore Khadi Expo 2025 বুধবার সন্ধ্যায় শেষ দিনে জমজমাট ছিল মেলা। বিভিন্ন হস্তশিল্পের স্টলের পাশাপাশি খাদি বস্ত্রের ওপর বিপুল ছাড় পেতে খাদির স্টলেও ছিল ভিড়। মেলায় হস্তশিল্পের পাশাপাশি খাদির সম্ভার নিয়েও শহরবাসীদের উন্মাদনা এবং চাহিদা ছিল তুঙ্গে।
Berhampore Khadi Expo 2025 এবছর এক্সপো মেলা বিক্রি ভালো হওয়ায় খুশি পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায়। তিনি জানান, তৃতীয় বর্ষের বহরমপুর খাদি এক্সপো। মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে। খাদি কিনছেন, খাদি ব্যবহার করছেন। সব দিক থেকেই খাদি এক্সপো সফল।
Berhampore Khadi Expo 2025 ৫ই মার্চ থেকে শুরু হয়েছিল বহরমপুর খাদি এক্সপো। গত বছরের তুলনায় এবছর বিক্রিবাট্টা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে আয়োজকেরা।