Berhampore kali puja innaugration আলোর উৎসব, শক্তির উৎসব দীপাবলি। ভূত চতুর্দশীতেই বহরমপুরে কালী পুজোর সূচনা হয়ে গেল মহা সমারোহে। প্রতি বছরই মুর্শিদাবাদবাসীর নজর থাকে বহরমপুরের ‘স্যান্টাফোকিয়া’ র পুজোয়। আলোকসজ্জা থেকে, প্রতিমা, মণ্ডপে এবছরও থিমের ছোঁয়া। নারী শক্তির আরাধনায় নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধার আহ্বানে, নারী শক্তির উত্থান চাইছে শহর বহরমপুর। সাম্প্রতিক সময়ে ঘটে চলা একাধিক ঘটনায় পথে নেমে প্রতিবাদে গর্জে উঠেছেন নারীরা। আলোর উৎসবে তাই সমাজকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখানোর বার্তা। আর সেই বার্তা দিতেই তৈরি হয়েছে মণ্ডপ, সেজেছে মাতৃ প্রতিমা। ভূত চতুর্দশীতে বহরমপুরে ‘স্যান্টাফোকিয়া’ র পুজো উদ্বোধন করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের জজ কোর্ট মোড়ে ‘স্যান্টাফোকিয়া’ কমিটির কালী পুজো বহু প্রাচীন। জেলা তথা শহরের অন্যতম বড় কালী পুজো এটি। এই পুজোকে অধীর চৌধুরীর পুজো হিসাবেও জানেন অনেকে। এবারের কালী আরাধনায় নারী শক্তিকেই তুলে ধরা হয়েছে।
Berhampore kali puja innaugration এদিন সন্ধ্যায় বহরমপুরে একেবারে সাবেকি সাজে, লাল পাঞ্জাবি, ধুতি পরে বাঙালি সাজে দেখা যায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। বহরমপুর লোকসভায় জয়ী হয়ে শারদোৎসবেও সামিল হয়েছিলেন সাংসদ। এই প্রথম বহরমপুরের কালী পুজো দেখার সুযোগ হয়েছে তাঁর। প্রদীপ জ্বালিয়ে এদিন সাংসদের হাত ধরে সূচনা হল বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের কালী পুজোর। তৃণমূল নেতা, কর্মীদের সাথে নিয়ে দীপাবলির আনন্দে সামিল হলেন সাংসদ। কালী পুজোয় অংশ নিয়ে অত্যন্ত খুশি জানান ইউসুফ। বাঙালি বাবুর সাজে কেমন লাগছে তাঁর? এই প্রশ্নের উত্তরে হাঁসি মুখেই ইউসুফ জানান, এতদিন বাঙালি সাজ, ধুতি, পাঞ্জাবি পরতে দেখেছিলেন অন্যদের। এবার নিজের পরার সুযোগ হয়েছে। বাঙালি পোশাকে তিনি অত্যন্ত স্বাছন্দ বোধ করছেন। এছাড়াও এদিন পুজো উদ্বোধনী অনুষ্ঠান থেকেই জেলাবাসীকে কালী পুজো, দীপাবলির শুভেচ্ছা জানান।