Berhampore incident দাম্পত্য কলহ ভুলে স্ত্রী , সন্তানদের আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কিন্তু ফেরেনি স্ত্রী, সন্তান। বাড়ি এসে অভিমানে চরম সিদ্ধান্ত ভ্যান চালকের। কালী পুজো নিয়ে ব্যস্ত পাড়া, আত্মীয়সজন। পুজোর রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন। বহরমপুর থানার অন্তর্গত চালতিয়ার হাজরাপাড়ার বাড়ি থেকে উদ্ধার হয় পেশায় ভ্যান চালকের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা যায়, মাজদিয়া এলাকায় বিয়ে হয়েছিল মহাদেব হাজরা নামে ঐ ব্যক্তির। সাংসারিক অশান্তি লেগেই থাকত। স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি যান স্ত্রী। বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানদের আনতেই গিয়েছিলেন মহাদেব। এরপরেই ঘটে যায় বিপদ। মৃতের ভাই অপূর্ব হাজরা জানান, পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিদিনের মতো ঘরে গান শুনছিল দাদা। পাশের বাড়ি থেকে পিসি ঘরের দরজা ঠেলতেই দেখে ঝুলন্ত দেহ। খবর জানতে পেরেই তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই চিকিৎসক মৃৎ বলে জানান। শুক্রবার হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কালী পুজোর রাতে আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
Berhampore incident ফেরেনি স্ত্রী-সন্তান, কালী পুজোর রাতে একি কাণ্ড ঘটাল স্বামী!
Published By: Imagine Desk |
Published On: