Berhampore Incident ছেলের পথেই বাবাও! মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার

Published By: Imagine Desk | Published On:

Berhampore Incident ছেলের মৃত্যু হয়েছে মাত্র মাস তিনেক আগে। এর মধ্যেই চরম সিদ্ধান্ত নিল বাবা। বহরমপুরের আধারমানিক এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে আধারমানিক এলাকার বাসিন্দা বছর ৫৩ র ব্রহ্মাপদ দাস। ঠিকাদারের কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়- মাস তিনেক আগে ব্রহ্মাপদ দাসের  ছোট ছেলে আত্মঘাতী হয়। এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। রবিবার সকালে বাড়িতেই ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ব্রহ্মাপদ দাসের ঝুলন্ত দেহ।

Berhampore Incident  পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায়। ছেলের শোকে এমন কাণ্ড বলে অনুমান পরিবারের। মৃতের এক আত্মীয় হীরালাল দাস জানান, ‘ অসুস্থ ছিলেন, ছেলেও আত্মঘাতী হয়। চিন্তা আর শোকেই আত্মহত্যা করেছে।’ ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।