Berhampore Incident বহরমপুরে সাত সকালে শ্যুট আউট। গুলি করে খুন এক জমি ব্যবসায়ীকে । নিহতের নাম প্রদীপ দত্ত। বুধবার সকালে বহরমপুর থানার রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের Radharghat 1 Gram Panchyet নাথপাড়ায় প্রদীপ দত্ত নামের ওই জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে করে এসে করা হয় গুলি। আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের বাড়ি গোয়ালজান কাঠালতলায়। এলাকায় রয়েছে পুলিশের পাহারা। কেন এই ঘটনা ? তদন্ত করছে বহরমপুর থানার Berhampore Police Station পুলিশ।