Berhampore incident বহরমপুরে তৃণমূল নেতা তথা জমি ব্যবসায়ী প্রদীপ দত্ত খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ঘটনার পরের দিনই ১৭ই অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল বুবাই দাস নামে বহরমপুর পৌরসভার এক অস্থায়ী কর্মীকে। এবার পুলিশের জালে গোয়ালজান গ্রামেরই বাসিন্দা আকাশ দত্ত নামে এক যুবক। শনিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Berhampore incident উল্লেখ্য, গত ১৬ই অক্টোবর সকালে বহরমপুরের রাধারঘাট নাথপাড়ায় প্রাতঃভ্রমনে বেড়িয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় প্রদীপ দত্তের। পুলিশ এই ঘটনায় খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তদন্ত শুরু করে।
Berhampore incident বহরমপুরের রাধারঘাটে শুট আউট কান্ডে পুলিশের জালে আরও এক
Published By: Imagine Desk |
Published On: