Berhampore incident সুদের টাকা নিয়ে বিবাদ! অভিযোগ, পাল্টা অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Berhampore incident সুদের টাকা আদায় করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ! পাল্টা লোকজন দিয়ে মারধরেরও অভিযোগ। দুপক্ষের বিবাদে নাম জড়াল স্থায়ীয় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের কাশিমবাজারে। জানা গিয়েছে, রবিবার রাতে কাশিমবাজার পাল পাড়ায় রাহুল রায়চৌধুরী নামে এক যুবকের কাছে সুদ সহ টাকা চাইতে যান সোম মণ্ডল। সঙ্গে নিয়ে যান তার বেশ কয়েকজন সঙ্গীদের। অভিযোগ, টাকা না পেয়ে রাহুল রায় চৌধুরীকে মারধর করে সোম মণ্ডল ও তার সঙ্গীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পাল্টা আক্রান্ত হওয়ার অভিযোগ করেন সোম মণ্ডলের স্ত্রী। বহরমপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সোম মণ্ডলকে রাতেই আটক করে বলে জানা যায়। আহত হন রাহুল রায়চৌধুরীও। তিনি জানান, মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মাথা ফেটে গিয়েছে। পাড়ার লোক প্রতিবাদ করায় , তাদের ওপরও চড়াও হয় সোম মণ্ডল ও তাঁর দলবল। অন্যদিকে এই ঘটনায় মীমাংসার বদলে সোম মণ্ডলের স্ত্রী পাল্টা স্থানীয় কাউন্সিলর বাবন রায় ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ করেন। যদিও গোটা ঘটনায় কাউন্সিলর বাবন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনিও পাল্টা তদন্তের দাবি জানিয়েছেন। দু পক্ষই দুপক্ষের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।