Berhampore incident ভর দুপুরে তুলকালাম কাণ্ড বহরমপুরে। বহরমপুর থানার অন্তর্গত কুদবাপুকুর এলাকায় ভর দুপুরে ছাগল চুরিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল।
Berhampore incident স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে এলাকা থেকে একটি ছাগল চুরির অভিযোগ ওঠে। সেই চুরির ঘটনার চোর সন্দেহে স্থানীয়রা এক যুবককে হাতেনাতে ধরে। এরপরেই তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেধে রাখেন ক্ষুব্ধ জনতা। ওই যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্ষুব্ধ জনতাদের রোষের মুখ থেকে ঐ যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।