Berhampore incident বড়দিনের আগেই রহস্যজনক ঘটনা ঘটে গেল বহরমপুরে। পাড়ার মেধাবী ছাত্রের এমন পরিণতি দেখে শোকে কাতর এলাকা। তরতাজা কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় তরুণের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের কাশিমবাজার Cossimbazar ফাঁসিতলা এলাকায়। মৃতের নাম অর্পন কুমার দত্ত, বহরমপুরের দয়ানগরের বাসিন্দা বিএ তৃতীয় বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে চা খেতে যাওয়ার নাম করে মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরোয়। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরপরেই রাতে কাশিমবাজারের ফাঁসিতলা এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেহ সনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ Berhampore Police Station। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে হয় ময়নাতদন্ত।
Berhampore incident মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধে রহস্যের!
Berhampore incident খবর জানাজানি হতেই ক্রমশ দানা বাঁধে রহস্যের। ঠিক কী ঘটেছিল? কেন রেল লাইনের ধার থেকে উদ্ধার হল দেহ? আত্মহত্যা? নাকি অন্য কোন কারণ লুকিয়ে আছে? কেন অকালে প্রাণ গেল তরুণের? এলাকাবাসীদের মনেও দানা বেঁধেছে হাজারো প্রশ্নের। উত্তর খোঁজার চেষ্টা করছে পরিবারও। ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই কি আত্মঘাতী হয়েছে অর্পন? সেই জল্পনাও ওড়াচ্ছেনা পরিবার। কিন্তু কেন ঝাঁপ দিতে যাবে সে? নেপথ্যে কী?
Berhampore incident প্রতিবেশী সায়ন্তন সরকার বলেন, ” বাড়িতে কোন ঝামেলা ছিল না, মেধাবী ছাত্র ছিল। কেন আত্মহত্যা করল! কারণ নিয়ে আমরাও ধোঁয়াশায়”। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। শোকে কাতর দয়ানগর এলাকা।