Berhampore ICI আইসিআই ICI স্কুলে ধুন্ধুমার ! অভিযোগ- পাল্টা অভিযোগে তুলকালাম কাণ্ড

Published By: Imagine Desk | Published On:

Berhampore ICI মঙ্গলবার তুমুল গণ্ডগোল বহরমপুরের গোরাবাজার আইসিআই স্কুলে।  তুমুল বচসায় জড়ালেন স্কুলের শিক্ষক, শিক্ষা কর্মীরা। উত্তেজনা ছড়াল স্কুল চত্বরে। ঘটে ধুন্ধুমার কাণ্ড! এসএফআই SFI কর্মীদের সাথে গণ্ডগোল চরম আকার নেয়। দুপক্ষের মধ্যে  ধাক্কাধাক্কি , বাকবিতণ্ডা! কী কারণে স্কুলে গণ্ডগোলের সৃষ্টি হল? স্কুলে এসএফআই এর কর্মীরাই বা কেন? এসএফআই এর দাবী- স্কুলে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে হেনস্থার মুখে পড়ে ছাত্র ছাত্রীরা।

Berhampore ICI          SFI এর কী অভিযোগ?

Berhampore ICI এসএফআই SFI মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভম রায় চৌধুরী বলেন, ” আইসিআই স্কুলে টিচার ইন চার্জের সাথে আলোচনায় যেতে চেয়েছিলাম। ১২৫০ টাকা স্কুলে ভর্তি ফি নেওয়া হচ্ছে, এই বিষয়ে ফি পুনর্বিবেচনার দাবী জানাতে যাই। টিআইসি বা অন্যান্য শিক্ষক, অশিক্ষক কর্মচারী প্রথম থেকেই সহযোগিতা করেন নি, দুর্ব্যবহার করেন ছাত্র কর্মীদের সাথে”। আরও বলেন – ” স্কুলের কিছু শিক্ষক, অশিক্ষক কর্মচারী মারধর করে, চড়াও হয় এস এফ আই কর্মীদের ওপর। স্কুল থেকে বের করে দেওয়া হয়। সংগঠনের দুজন কর্মী আহত, হাসপাতালে চিকিৎসাধীন। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।”

Berhampore ICI          পাল্টা কী অভিযোগ আইসিআই স্কুল কর্তৃপক্ষের?

Berhampore ICI  এসএফআই অভিযোগ অবশ্য মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। পাল্টা ছাত্র সংগঠনের দিকেই অভিযোগের আঙুল স্কুলের।আইসিআই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল বলেন, ” ঘটনাস্থলে ছিলাম না, পরে এসেছি। একটা উত্তেজনা হয়। ওঁরা সাটার নামাতে না গেলে হয়তো কিছুই হত না। ওঁরা এক ঘণ্টার উপর বসেছিল। সিসিটিভি ফুটেজ আছে তখন টিচাররা কিছুই বলেন নি। কিন্তু সাটার নামাতে গেলেই গণ্ডগোলের সূত্রপাত হয়”। তিনি আরও বলনে, ” পুলিশকে সবকিছুই লিখিত ভাবে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজও পুলিশ দেখেছে। ওঁরা কীভাবে সাটার নামিয়ে তালা মারতে গিয়েছিল তার রেকর্ডও আছে। দুপক্ষের মধ্যে বচসা হয়। উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে বচসা হয়। ওঁরাও ঝাণ্ডার লাঠি তোলে এরাও উত্তেজিত হয়।”

See also  TMC BJP Clash at Murshidabad Rail Station: ট্রেন তুমি কার? বহরমপুরে ষ্টেশনে বিজেপি, মুর্শিদাবাদে তৃণমূল, ধুন্ধুমার

এদিন সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ঘটনার প্রতিবাদে সভা করে এসএফআই। ডিওয়াইএফ আই নেতৃত্ব উপস্থিত ছিলেন। DYFI মুর্শিদাবাদ জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, ” নির্দিষ্ট নাম ভিত্তিক এফআইআর হয়েছে। আগামীকাল এসএফআই স্কুলের সামনে বিক্ষোভ সভা করবে। ছাত্রদের সাথে যুবরা সকলে উপস্থিত থাকব। আগামী ১৩ তারিখ এসএফআই এর বিশ্ববিদ্যালয় অভিযান আছে। সেখানেও এই ইস্যু তুলে ধরা হবে। আগামী ১৬ তারিখ জেলা জুড়ে ডিওয়াইএফ এর নেতৃত্বে ডিএম অফিস অভিযান হবে। অতিরিক্ত স্কুল ফি- ইস্যুকেও তুলে ধরা হবে।”